Sunday, January 10, 2010

রূপকথা

তির তির নদী বয় , ঝির ঝির বাতাসে
কুহুকুহু পাখি ডাকে গাছে বসে মজাসে ।

চকচকে রোদ খেয়ে গাছগুলো ফিটফাট,
সবুজে সবুজ বন কাটাকুটি মিটমাট ।
বাজে চুড়ি রিনিরিনি ছোট ছোট হাতে তার
রাজা শোনে ঘরে বসে , শোনে রাজ দরবার ।
এক্কাদোক্কা খেলে উঠোনেতে দুটি পা
মল বাজে ছমছম , জল আনা হয় না ।
ঘাটে গিয়ে জল ভরে চঞ্চল তার মন
রাজা বুঝি ঘাটে আসে , হবে রাজদরশন
টিকটিক দিন কাটে , কেটে যায় কত মাস
লাটে ওঠা রাজপাটে রাজা করে হাসফাঁস ।
একদিন চৈত্রের পড়ন্ত বিকেলে,

চুপিচুপি বন্ধুরা গিয়েছিল সকলে ।
রাজা ঘোরে বাগানেতে পায়ে রাজ নাগ্রা,
পুব দিকে উচু টিলা, শুধু পাঁচিলটা ব্যাগড়া ।
ঘুরতে ঘুরতে রাজা চমকিয়ে ফিরে চায়
পাঁচিলের ওপারেতে চেনা চুড়ি গান গায় ।
পা টিপে চুপিসারে ধার ঘেঁসে পাঁচিলের
উঠেছিল গাছ বেয়ে কেউ পায়নিকো টের ।
একি দেখি, উহ্ মা গো, দুরু দুরু কাঁপে মন
রাজা শুধু চেয়ে আছে অপলক দু নয়ন ।
চারচোখ মিলে গেল , দুটি হাতে দুটি হাত
এরপর উৎসব সাত দিন সাত রাত ।
সুখে থাক রাজারানী , সুখে থাক সব্বাই
আমার কাজ-ও শেষ , এবার আমিও যাই।।

No comments:

Post a Comment