Wednesday, May 19, 2010

অসমাপ্ত কাহিনী

একটা মন ফাঁকা ঘরে
শুয়ে শুয়ে বই পড়ে
মাথার কাছে পড়ে
একটা ফোন,
অবচেতন ।

পাতার ফাঁকে ফাঁকে
হৃদয় ছবি আঁকে
গল্প পড়ে থাকে
কোথায়,
জানেনা হায় ।

ঐ বুঝি এলো ফিরে, আশার সে নদীতিরে, ঢেউ তুলে হাজার হাজার
ভেঙ্গে সব স্তব্ধতা, মুখরিত মৌনতা, ঝঙ্কৃত ছোট্ট বেতার
ব্যর্থ আশায়,
সময় বয়ে যায় ।

স্মৃতি খেলা করে
খোলা পাতার ওপরে
বার বার মনে পড়ে
ফেলে আসা দিন,
বিরামহী্ন ।

দুটি আঁখি কথা বলে
অকারনে ভরে জলে
কিছু কথা মনে এলে
উথাল-পাথাল,
মন মাতাল ।

স্বপ্নের ভাঙ্গাগড়া, নিয়মিত ওঠাপড়া, ভেঙ্গে সব বাধার দেওয়াল
আমি শুধু তোকে চিনি, আবার ফিরিয়ে আনি, ফেলে আসা সব গতকাল
আঁধার নামে,
আশাও থামে ।

বৃষ্টি নেমে আসে
মন আবার হাসে
শুধু বইটা পড়ে থাকে যেমন ছিল আগে
মন উঠে যায়
নতুন দিনের নতুন আশায়
শুধু পড়ে থাকা কাহিনীটা অসমাপ্তই থেকে যায় ।।

3 comments: